সদ্য প্রয়াত ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের স্মরণে প্যারিসে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্যারিসের ক্যাথসীমায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
ফ্রান্স প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক নওয়াজ খানের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান মাহমুদের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সুনাম উদ্দিন খালিক, সৈয়দ ইকবাল ফয়সল, বাংলাদেশ এসোসিয়েশনের আহ্বায়ক সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন আরমান চৌধুরী, প্রচার সম্পাদক আমিন খান হাজারী প্রমুখ।
মরহুম বেনজির আহমেদ সেলিমের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালনের পর শোকপ্রস্তাব পাঠ করেন প্রবাসী সাংবাদিক খালেদ গোলাম কিবরিয়া।
শোকসভায় বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটি ফ্রান্স শাখার সভাপতি প্রকাশ রায়, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক ফেরদৌস করিম আখঞ্জী, সদ্য সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, সাবেক সাধারণ সম্পাদক লুত্ফুর রহমান বাবু, সাংবাদিক নয়ন মামুন, শাহ সোহেল, জামিল আহমেদ শাহেদ, হিউম্যান রাইটস পীস ফর বাংলাদেশ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক আজাদ মিয়া, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম কযেস প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার