এবারও ক্যালিফোর্ণিয়া অঙ্গরাজ্যে লসএঞ্জেলেস সিটিতে ‘লিটল বাংলাদেশ’ মুক্তি চত্বরে ১৬ ডিসেম্বর প্রবাসের মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সম্মান জানানো হবে। অনেকটা পথমেলার আদলে কমিউনিটি লিডার মমিনুল হক বাচ্চু গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন 'লিটল বাংলাদেশ'র পক্ষে।
তাকে সহযোগিতা করবেন শামীম হোসেন, কাজী মশহুরুল হুদা, রানা মাহমুদসহ অনেকে। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়নসহ সংক্ষিপ্ত আলোচনা হবে একাত্তরের রক্তক্ষয়ী ৯ মাসের বাঙালিদের বীরত্ব আলোকে।
বিডি প্রতিদিন/হিমেল