বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী পিরোজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মীম সিদ্দিকুর রহমান ইমরানের সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে মিজানুর রহমান কমলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সম্পাদক কে এম হুমায়ুন কবির। প্রধান বক্তা ছিলেন প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রিপন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা ও দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রেজাউল করিম মিরাজ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সৌদি আরব পুর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উপদেষ্ঠা ডাক্তার আব্দুস সালাম, সহসভাপতি মামুনুর রশীদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন লিটন, দপ্তর সম্পাদক কবি শাহীনুর, রিয়াদ মহানগর বিএনপির সভাপতি মনিরুল ইসলাম ফকির, পুর্বাঞ্চল শ্রমিকদলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন আজাদ, প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মৃধা, বিশিস্ট ব্যবসায়ী আলহাজ নুরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা সোহাগ মিয়া, বাচ্চু আকন সহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ