প্রবাসীদের নিয়ে লেখা সিঙ্গাপুর প্রবাসী ওমর ফারুকী শিপনের মাইগ্রেন্ট লাইফ স্টোরিস অব রিভারিস্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
লেখক প্রবাসীদের জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে মাইগ্রেন্ট লাইফ স্টোরিস অব রিভারিস্ট নামে এ বইটি প্রকাশ করেন।
রবিবার সিঙ্গাপুরের পেঞ্জুরু রিক্রিয়েশন সেন্টারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন “মাইগ্রেন্ট ওয়াকার্স সিঙ্গাপুর।”
আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ হাইকমিশনের শ্রম ও কল্যাণ কাউন্সিলর মোহাম্মদ আতাউর রহমান, সামা সামার কো ফাউন্ডার কারি তামুরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন