বাংলাদেশি মালিকানায় পরিচালিত আইন সহায়তা প্রতিষ্ঠান সিনহা ল প্রফেশনাল কর্পোরেশনের (এসপিএলসি) 'প্রফেশনাল গালা নাইট' সম্প্রতি স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন পেশায় নিয়োজিত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ছাড়াও অন্যান্য কমিউনিটির প্রতিনিধি এবং মূলধারার পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত তরুন আইনজীবী ব্যারিষ্টার জয়ন্ত সিনহার উদ্যোগে প্রতিষ্ঠিত 'সিনহা ল প্রফেশনাল কর্পোরেশন' স্বল্পতম সময়ের মধ্যেই বাংলাদেশি কমিউনিটি ছাড়িয়ে মূলধারায় একটি বিশ্বস্থ আইনি সহায়তাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।
অনুষ্ঠানে বক্তৃতাকালে স্কারবোরো সাউথ্ওয়েষ্টের এমপিপি ডলি বেগম সিনহা ল প্রফেশনাল কর্পোরেশনের ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানের কর্ণধার ব্যারিষ্টার জয়ন্ত সিনহাকে কানাডায় বাংলাদেশি কমিউনিটির জন্য একজন আশা জাগানিয়া ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন।
অন্যান্য বক্তারা ব্যারিষ্টার জয়ন্ত সিনহার সাফল্যকে অভিনন্দন জানিয়ে বলেন, পেশাদার মনোবৃত্তি এবং সেবা দিয়ে ব্যারিষ্টার জয়ন্ত সিনহা এবং তার প্রতিষ্ঠান টরন্টোর অনন্য একটি আইন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
ব্যারিষ্টার জয়ন্ত সিনহা তার বক্তৃতায় বাংলাদেশি কমিউনিটিসহ শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ