বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে মরুর বুকে তুলে ধরতে মাস্কাটের আলফাজ হোটেলের গ্র্যান্ড হলে বসেছিলো বাংলাদেশি তারকাদের আসর। ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য এবারের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হয়েছিলো ‘উইন্টার নাইট’ নামে এই মেগা শো।
উপস্থিত দর্শকদের গান আর নৃত্যের ছন্দে মাতিয়ে রেখেছিলেন চিত্র নায়িকা তমা মির্জা,বেলী আফরোজ, ইভানা, বারিসা হক, কণ্ঠশিল্পী প্রতিক হাসান ও হারুন কিসিঞ্জারসহ আরো এক ঝাঁক ঢালিউড তারকা।
নবীন মাঝি গ্রুপের প্রধান সমন্বয়ক শামীম চৌধুরী বলেন, ‘বাংলাদেশি তারকাদের নিয়ে মাস্কাটে অনুষ্ঠান করতে পেরে আমি আনন্দিত। এতদিন ভারতীয়রা করেছে। এবার আমরাও দেখিয়ে দিতে চাই, শিল্প-সংস্কৃতিতে অনেকদূর এগিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশি তারকাদের নিয়ে আরও দুটি শো করার কথাও জানিয়েছেন নবীন মাঝি গ্রুপের এই প্রধান সমন্বয়ক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন