নিউইয়র্কের খ্যাতনামা পোশাক প্রস্তুতকারি ‘হাইলি হাম্বেল’র ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর হলেন বাংলাদেশি-আমেরিকান মনিকা হক। এ উপলক্ষে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে সম্প্রতি জমকালো একটি অনুষ্ঠান হয়। ওয়েস্টচেস্টার ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা জো করবালিস এই গ্র্যান্ড পার্টির আয়োজন করেন। আর এই অনুষ্ঠানের প্রডিউসার ছিলেন মার্ক ডি আলউইস।
হাইলি হাম্বেলের প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার লুকনার ডোম্পিয়ারে অফিসিয়ালি ঘোষণা করেন, চলতি ডিসেম্বর থেকে আগামী কয়েক বছর সুপার মডেল মনিকা হকই থাকবেন হাইলি হাম্বেলের ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর। আর এই আনুষ্ঠানিক পর্ব পরিচালনা করেন জো করবালিস।
বৃহত্তর ঢাকা জেলার সূর্যনগরের মনিকা আমেরিকায় এসেছেন ২০ বছর আগে। এর আগে লন্ডনে বার্মিংহাম কলেজে পড়াশোনা করেন। এখানে ‘উইমেন্স কমিউনিটি এ্যাম্পাওয়ারমেন্ট’ নামক একটি নন-প্রফিট সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আছেন ৩ বছরের বেশি সময় ধরে। পিডিবির অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার আজিজুল হকের কন্যা মনিকা।
বিডি প্রতিদিন/ফারজানা