বিজয় দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ সিঙ্গাপুর শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৮টায় রাজধানীর মোস্তোপা প্লাজায় একটি অভিজাত হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সিঙ্গাপুর যুবলীগের সভাপতি কে এইচ আল আমিনের সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক আকমল হোসেন এবং টেম্পানিজ সিটির সভাপতি শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, (ভিডিও কলে) প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগির হোসেন, সিঙ্গাপুর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, শওকত হোসেন, ফজলুল হক, সোহেল রানা মিঠু, মিরাজ উদ্দীন, রাসেল চৌধুরী, মোকলেসুর রহমান মুক্তি, মোক্তার হোসেন, আরিফ হোসেন, জেপি তালাস, রেজাউল করিম, উজ্জল, আব্দুল্লাহ আপন, মানিক হোসেন, মালেক পাশা, মোতাহারসহ সিঙ্গাপুর যুবলীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তরা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের প্রাপ্ত সম্মান দেয়া জন্য সকলের প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠানের শেষে সিঙ্গাপুরের অগ্রণী এক্সচেঞ্জের সি ই ও শরিফুল ইসলাম প্রবাসীদের মধে অগ্রণী এক্সচেঞ্জের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা কার্ড তুলে দেন এবং প্রবাসীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আরাফাত