বার্সেলোনায় বাংলাদেশি মহিলাদের নিয়ে গঠিত অন্যতম সংগঠন ‘বন্ধুসুলভ বাংলাদেশ মহিলা সংগঠন, কাতালোনিয়া’ এর তৃতীয় বর্ষপূতি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৮ ডিসেম্বর স্থানীয় সেন্ত্র সিভিক হলরুমে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম। এছাড়াও অতিথি ছিলেন দূতাবাসের বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ ও আওয়ামী লীগ সান্তা কলোমা শাখার সভাপতি নাজমুল আলম শফিক।
‘বন্ধুসুলভ বাংলাদেশ মহিলা সংগঠন, কাতালোনিয়া’ এর সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিকার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে ঐক্য অক্ষুন্ন রেখে কাতালোনিয়ায় বসবারসত বাংলাদেশি মহিলাদের ভাষাকর্মসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম বাংলাদেশি মহিলা সংগঠনের প্রশংসা করে আরও বলেন, আপনারা যদি বাংলাদেশের জাতীয় দিবসগুলো সংগঠনের মাধ্যমে নিয়মিত উদযাপন করতে পারেন, তাহলে এই নারী সংগঠনের মূল্য প্রবাসীদের কাছে আরো বেড়ে যাবে।
আলোচনা শেষে বন্ধুসুলভ মহিলা সংগঠনের সদস্যরা অতিথিদের নিয়ে সংগঠনের তৃতীয় বর্ষপূর্তির কেক কাটেন। পরে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম বদলি হয়ে বাংলাদেশে যাচ্ছেন বলে বিদায়ী সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় শিল্পীবৃন্দ গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বন্ধুসুলভ মহিলা সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক দিলরুবা আফরোজ, হীরা জামান, উপদেষ্টা নাজমা জামাল, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগার, সহ-সাংস্কৃতিক সম্পাদক জেমি আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার ও সদস্য সালমা আক্তার প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক