বাংলাদেশ স্কুলের পাশাপাশি প্রথমবারের মত বাহরাইনে চালু করা হয় বাংলাদেশ হাফেজিয়া মাদ্রাসা। যার ফলে প্রবাসে বাংলা ও ইংরেজির পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার সুযোগ হয়। প্রতিষ্ঠার এক বছর অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদাপর্ণ করলো মাদ্রাসাটি।
প্রথম বর্ষপূর্তিতে মাদ্রাসার উদ্যোগে গত ২৯ ডিসেম্বর দেশটির রাজধানী মানামায় কিউ রেস্টুরেন্টে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বার্ষিক মূল্যায়ণে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাওলানা আতাউর রহমান ও মজিবুর রহমানের পরিচালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর (সচিব, শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক আইনুল হক, বাংলাদেশ সমাজের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
এতে প্রতিষ্ঠানের এক বছরের হিসাব তুলে ধরে বক্তব্য রাখেন মাদ্রাসার মুতাওয়াল্লি সোহেল মিয়া। এছাড়া আরও বক্তব্য রাখেন মহিউদ্দিন, মঞ্জুর আহম্মেদ, এম এ হাশেম, মোহাম্মদ কায়েস আহম্মেদ, শাহজালাল, হামেদ কাজী হাছান, খুরশিদ আলম, খায়রুল বাশার, মাজহারুল ইসলাম বাবু, কাউছার আলম, আবুল বাশার, জয়নুল আবেদীন, মোস্তফা কামাল, আকতার হোসেন কাঁচা মিয়া, মিজানুর রহমানসহ সকল শিক্ষক ছাত্রছাত্রী, অভিভাবক ও কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা কেরাত ও ইসলামি সংগীত পরিবেশন করেন।অতিথিরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজেরা নানা প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাইকে বিভিন্ন সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহবান জানান। পরে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও এক নৈশভোজের মাধ্যমে শেষ হয় সকল আনুষ্ঠানিকতা।
বিডি-প্রতিদিন/শফিক