বাংলাদেশ প্রেসক্লাব মালয়েশিয়া যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনের বাবা মোহাম্মদ আব্দুল মালেকের (৭২) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ফেনীর দাগনভূঁইয়া পৌরসভার (ইয়ারপুর) নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাল্লাহি রাজিউন)।
পরে বাদ যোহর দাগনভূঁইয়া আল নূর জামে মসজিদের (বড় মসজিদ) সামনে মরহুমের জানাজা সম্পন্ন হয়।
জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিক জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিন ছেলে, এক মেয়ে ও নাতি, নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত