নিউইয়র্ক সিটির ‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র ২০২০-২০২১ সালের পূর্ণাঙ্গ নতুন কমিটির নাম ঘোষণা উপলক্ষে ৫ জানুয়ারি রবিবার দুপুরে জ্যামাইকার পার্সন্স বুলেভার্ডস্থ হালাল ডাইনার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন।
সংগঠনের সভাপতি মো: ফখরুল ইসলাম দেলোয়ার কমিটির সকলকে পরিচয় করিয়ে দেয়ার সময় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যরা মঞ্চে উপবিষ্ট উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা শহীদুল্লাহ। এরপর লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নতুন সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমীন। এ সময় দৃপ্ত প্রত্যয়ে ঘোষণা করা হয় যে, বিশাল এ কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার অভিপ্রায়ে তারা সর্বাত্মক চেষ্টা চালাবেন।
উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, সালেহ আহমেদ, হুসনে আরা, ডা. টমাস দুলু রায়, মোহাম্মদ মনির হোসেন, এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফরিদ আলম, ফারুক হোসেন তালুকদার প্রমুখ মঞ্চে ছিলেন।
ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির অপর কর্মকর্তারা হলেন: সিনিয়র সহ সভাপতি- এ এফ মিসবাহউজ্জামান, সহ সভাপতি- শেখ আনসার আলী, আলী কে খান কাকন ও আব্দুল মন্নাফ তালুকদার, সহ সাধারণ সম্পাদক- এডভোকেট কামরুজ্জামান বাবু ও রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক- মো: আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ- হামিদুর রহমান, প্রচার ও জনসংযোগ সম্পাদক- মো: কবীর মুন্সী, ক্রীড়া সম্পাদক- সুমন খান, সাংস্কৃতিক সম্পাদক- আফরোজা বেগম রোজী, বিজ্ঞাপন ও প্রযুক্তি সম্পাদক- শেখ আল আমিন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- এডভোকেট আব্দুর রশীদ, সাহিত্য সম্পাদক- মো: আক্তার বাবুল, সমাজকল্যাণ সম্পাদক- ইসমাইল হোসেন স্বপন, আপ্যায়ন সম্পাদক- সৈয়দ লিটন আলী।
নির্বাহী সদস্যরা হলেন বিলাল চৌধুরী, সাইফুল ইসলাম, শেখ হায়দার আলী, সৈয়দ আতিকুর রহমান, মো: সেবুল মিয়া, রেজাউল আজাদ ভুইয়া, ইফজাল আহমেদ চৌধুরী, হুমায়ুন কবীর, শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, রাব্বি সাঈদ, এস এম সোলায়মান, তামান্না হাসিনা, সহদেব তালুকদার, রাসেক মালিক, বাবুল হাওলাদার, মুরাদ খন্দকার, লিটন আহমেদ, তরিকুল ইসলাম তুহিন, রাশেদ আল হাসান, এমডি বদিউল আলম, হিমু মিয়া, মাহিন আহমদ ও পারভীন গাজী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ