নিজস্ব কার্যালয়ে সকল সংগঠনকে সাথে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস ব্রঙ্কসে ঘটা করে উদযাপন করবে ‘জালালাবাদ এসোসিয়েশন’। এছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যে জালালাবাদ প্রবাসীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয় জালালাবাদ এসোসিয়েশনের নতুন কমিটির প্রথম সভায়।
৫ জানুয়ারি সংগঠনের এস্টোরিয়াস্থ কার্যালয়ে অপরাহ্ন ৩টায় এসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত গ্রহণের সময় মাতৃভাষা তথা মহান শহীদ দিবস উদযাপন ও স্বাধীনতা দিবস উদযাপনের জন্যে দুটি সাব-কমিটি গঠন করাও হয়েছে। মাতৃভাষা দিবস উদযাপনের জন্যে গঠিত কমিটির আহবায়ক হয়েছেন সংগঠনের সহ সভাপতি শফি তালুকদার। কোষাধ্যক্ষ মইনুল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং কার্যকরী কমিটির সদস্য মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির সদস্যরা হচ্ছেন সহ সভাপতি জুসেফ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুর রহমান মনজু, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী ও কার্যকরী কমিটি সদস্য হেলিম উদ্দিন।
অপরদিকে স্বাধীনতা দিবস উদযাপনী কমিটির আহবায়ক হয়েছেন সংগঠনের সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন। কার্যকরী কমিটির সদস্য রোকন হাকিমকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই কমিটির সদস্যরা হচ্ছেন সহ সভাপতি মনজুর হোসেন চৌধুরী জগলু, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, ক্রীড়া সম্পাদক শাহিন কামেলী, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী ও কার্যকরী কমিটির সদস্য মান্না মুনতাসির। সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু এ সভায় ছিলেন সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, জুসেফ চৌধুরী, শফি উদ্দিন তালুকদার ও মনজুর হোসেন চৌধুরী জগলু, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সফিকুর রহমান মজনু, ক্রীড়া সম্পাদক শাহিন কামেলি, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সদস্য মান্না মুনতাসির, রোকন হাকিম ও মিজানুর রহমান।
বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ, শায়কুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় সভা থেকে। এছাড়া সংগঠনের সহ সভাপতি শফি উদ্দিন তালুকদারের বড়ভাই গিয়াস উদ্দিন তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেনের ভাবী আফিয়া হোসেন ও সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের বড়ভাই তারিক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয় ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ