পর্তুগালের বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
শুক্রবার দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকের সভাপতিত্বে দূতাবাসের তৃতীয় সচিব আবদুল্লা আল রাজির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর পর পবিত্র আল-কোরআন তেলওয়াত এবং মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শুনানো হয়।
আলোচনা পর্বে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ধরেন। সেই সাথে পর্তুগালে বছরব্যাপী যথাযোগ্য মুজিববর্ষ উদযাপনে সকল প্রবাসী বাংলাদেশিদের সহযোগীতা কমনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতির জনকের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ও স্বদেশ প্রত্যাবর্তনের উপর ভিত্তি করে নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন