‘শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ রচনার পথ-পরিক্রমা বাস্তবায়িত হলেই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশ পুনর্গঠন তথা প্রতিটি বাঙালির ঘরে হাসি ফুটানোর অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। এজন্যে প্রবাসীরাও আজ ঐক্যবদ্ধ’-এ অভিমত পোষণ করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।
‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে টক অব দ্য টাউন রেস্টুরেন্টে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় সমাপনী বক্তব্যে জাকারিয়া আরও বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশত বার্ষিকী তথা মুজিববর্ষে আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হচ্ছে ভিন্ন এক আমেজে। জাতির জনকের দেখানো পথেই দীপ্ত প্রত্যয়ে বাংলাদেশ এগিয়ে চলছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে।’
মহানগর আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এ সভায় বক্তৃতাকালে সংগঠনের অন্যতম সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেছেন, ‘আমেরিকায় মুজিববর্ষ উদযাপনে লাগাতার কর্মসূচি শুরু হবে ১৭ মার্চ থেকে। সেই আমেজ পরিস্ফুট হচ্ছে ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের এই সমাবেশের মধ্য দিয়ে। বহুজাতিক এ সমাজে বিরাট একটি সুযোগ তৈরি হয়েছে বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে যথাযথভাবে উপস্থাপনের। প্রবাস প্রজন্মের সমন্বয়ে সে ধরনের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।’
আলোচনায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল পাশা মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাব আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, সদস্য নাজিম উদ্দিন, লিটন, মোহাম্মদ দুলাল, আলাউদ্দিন এবং রাসেল।
বিডি প্রতিদিন/কালাম