ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসে পালিত হল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
সর্বস্তরের ব্রাজিল-প্রবাসী বাংলাদেশি, ব্রাজিলের বিভিন্ন অংশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও দূতাবাসের পরিবার-পরিজনদের উপস্থিতিতে এ আয়োজনের শুরুতে জাতিকে পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমান।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ভিডিও প্রদর্শন, প্রধানমন্ত্রীর মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানের ভিডিও প্রদর্শন, দিবসটির তাৎপর্যের উপর মুক্ত আলোচনা ইত্যাদি এ আয়োজনের অনুষঙ্গ ছিল।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্ৰেক্ষাপট তুলে ধরে বক্তব্য প্রদান করেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমান।
বর্ণিল এই আয়োজনের সমাপ্তি হয় অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন