বাহরাইনে বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী-লক্ষ্মীপুর-ফেনী) পরিষদের মানামা শাখার আয়োজনে বাংলাদেশিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার স্থানীয় সময় রাত ৮টায় লিন্নাস মেডিকেলের সেন্টারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বাহরাইনে বৃহত্তর নোয়াখালী পরিষদ আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মিজানুর রহমান। আরও উপস্থতি প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা ও লিন্নাস মেডিকেল সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, উপদেষ্টা ডা. রাশেদ রেজওয়ান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার ফারুক, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান মামুন, হাজী আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ, সাজ্জাদ ভূইয়া ও নাজমুস সাদ্দাত ফয়সাল। এছাড়া এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব মাজহারুল ইসলাম বাবু, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর আতিক ও আমির হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত