আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতার জন্মশতবার্ষিকী উযদাপন উপলক্ষে ক্ষণগণনা শুরু হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের হল রুমকে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে এবং একটি আকর্ষণীয় ডিজিটাল স্ক্রল বার স্থাপন করা হয়েছে।
একই সাথে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন করা হয়েছে।
রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী তার বক্তব্যে, বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান এবং জাতির পিতা, তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল