সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুরে গেছেন। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৮.৩০ মিনিটে সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে পৌঁছালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোস্তাফিজুর রহমান তাকে শুভেচ্ছা জানান।
পরে বাসায় পৌঁছালে সিঙ্গাপুরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমতের নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার