নানা উৎসাহ উদ্দীপনায় বাহরাইনে অ্যাম্বাসেডর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ জানুয়ারী) সালমাবাদ গাল্ফএয়ার মাঠে স্থানীয় সময় সাড়ে ৮ টায় খেলা অনুষ্ঠিত হয়।
মোবারক ও মনির হোসেনের সহযোগীতায় খেলাটি পরিচালনা করেন আব্দুল্লাহ মীর সাব্বির। খেলায় বাংলাদেশ দূতাবাস ২-১ গোলে বাংলাদেশ সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। একই সাথে কনকনে শীত আর হিমেলের ঠান্ডা হাওয়াকে জয় করে খেলাটি উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা।
রাষ্ট্রদূত (অব.) মেজর জেনারেল কে এম মমিনুর রহমানের অংশগ্রহণে খেলাটি হয়ে উঠে প্রাণবন্ত। এ সময় বাংলাদেশ বিজনেস কমিউনিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপের মাঝে ট্রফি তুলে দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান, বাংলাদেশ স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান শাফকাত আনোয়ার, বিজনেস কমিউনিটির সভাপতি আবুল কালাম আজাদ, প্রকৌশলী সালাহ উদ্দিন, বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সি আই পি সফি উদ্দিন।
খেলায় অংশগ্রহণ করেন রাষ্ট্রদূতসহ কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী এবং সোসাইটির পক্ষে সহ-সভাপতি মাজহারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আসিফ আহম্মেদ, আলা উদ্দিন নুর ও আইনুল হকসহ সোসাইটির সকল নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন তাজ উদ্দিন সিকান্দার, মোহাম্মদ কায়েস আহম্মেদ, আব্দুল কাদির মজুমদার, বশির আহম্মেদ, নাজমুল হাসান সোহাগ, মঞ্জুর আহম্মদ, এম এ হাশেম, আব্দুল মতিন, রফিকুল ইসলাম আকন্দ, মজিবুর রহমান, অভিনাশ পাল, আব্দুল খালিক মানিক মিয়া, বিষ্ণু পদদেব, আলা উদ্দিন আহম্মেদ, কামাল আহম্মেদ, মিয়া মোহাম্মদ পারভেজ, আল আমিন, আব্দুল মমিন, মো. সুমনসহ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ স্কুল, বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ সমাজ, সকল রাজনৈতিক অরাজনৈতিক, ব্যবসায়ী সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল