বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী (৪ঠা জানুয়ারি) ও পুনর্মিলনী-২০২০ এবং মুজিব বর্ষ উপলক্ষে গ্রীসের রাজধানী এথেন্সে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে পাঠ্যচক্র বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'এথেন্স বাংলাদেশ ইন্ডিয়ান রেস্টুরেন্টে' এ সভার আয়োজন করা হয়।
গ্রীস ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিন খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজিব মাতুব্বরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এসময় প্রধান বক্তা হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রীস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন লিয়াকত। এসময় সম্মানিত অতিথি ছিলেন গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন গ্রীস আওয়ামী লীগের সহ-সভাপতি সামাদ মাতুব্বর আবিদ হানজালা, দাদন মৃদা ও আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিন মাস্টার, আব্দুস সালাম শেখ, মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার, মহিলা সম্পাদিকা মৌসুমী পারভিন, গ্রীস যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান ও যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, যুবলীগ নেতা জুয়েল মাতব্বর বক্তব্য রাখেন।
এছাড়া বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন- সজিব বেপারি (যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রীস ছাত্রলীগ), সফিকুল ইসলাম ফারসি (সাংগঠনিক সম্পাদক, গ্রীস ছাত্রলীগ) ও ছাত্রলীগ নেতা নাঈম মাতুব্বর, মেহেদী হাসান হৃদয়, আকাশ, দূর্জয়, রাজু, শামিম, আবির, বায়জীদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। এছাড়া জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং অনুষ্ঠানের শেষে কেক কাটা ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা বলেন- ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও ঐতিহাসিক সংগ্রামের ইতিহাস রয়েছে। সেই ধারা অব্যাহত রাখতে প্রবাসের মাটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুকে শুধু মুখ দিয়ে ভালবাসলে হবে না, বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করতে হবে। মুজিব বর্ষকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম