বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে বিএনপির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কণ্ঠশিল্পী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক বেবী নাজনীনের আহ্বানে এই সভা ও ‘বিশেষ দোয়া-মাহফিলের’ আয়োজন করা হয়।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান ছাড়াও অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, শিরিন সুলতানা, খায়রোল কবীর খোকন, সুলতান সালাহউদ্দিন টুকু, এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউইয়র্কস্থ আহলে বায়েত মসজিদের পেশ ইমাম আনসারুল করিম কর্তৃক মোনাজাতের মধ্য দিয়ে শুরু এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ‘আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ’র সভাপতি শাহাতৎ হোসেন রাজু এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ।
এই বিশেষ মোনাজাত ও সভায় উপস্থিত ছিলেন কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সুইডেন, মালয়েশিয়াসহ ২০ দেশের বিএনপি নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/আবু জাফর