‘সততা, ঐক্য, সেবা ও সমৃদ্ধি’- এ স্লোগানকে ধারণ করে মুজিব আদর্শে বিশ্বাসী প্রবাসীদের সমন্বয়ে ‘বৃহত্তর লাকসাম প্রবাসী আওয়ামী ফোরাম’-এর আত্মপ্রকাশ হয়েছে। দেশ-বিদেশে সংগঠনের কার্যক্রমকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গঠন করা হয়েছে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। কমিটিতে পাঁচ জনকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
‘বৃহত্তর লাকসাম প্রবাসী আওয়ামী ফোরাম’ এর উপদেষ্টা পরিষদে যুক্তরাষ্ট্র প্রবাসী রোটারিয়ান লোকমান হোসেন রাজুকে প্রধান উপদেষ্টা এবং ফ্রান্স প্রবাসী আলমগীর হোসেন অপু, জার্মানী প্রবাসী মহিন আহমেদ মানিক, যুক্তরাজ্য প্রবাসী শফিউল আজম টিটু ও কাতার প্রবাসী সৈয়দ মোজাম্মেল হক মানিককে উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
আহ্বায়ক কমিটিতে সৌদি আরব প্রবাসী আনিসুর রহমানকে আহ্বায়ক ও স্পেন প্রবাসী জহির আহমেদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। কমিটিতে ইতালি প্রবাসী আবুল হাসেম, সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিন ইয়াছিন, কুয়েত প্রবাসী আবদুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রবাসী শরীফুল ইসলাম স্বপন, সৌদি আরব প্রবাসী মাসুদ আহমেদ ও মালয়েশিয়া প্রবাসী মঞ্জুরুল হাসানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
‘বৃহত্তর লাকসাম প্রবাসী আওয়ামী ফোরাম’ এর আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব জহির আহমেদ জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানত বৃহত্তর লাকসামের শিক্ষিত, মেধাবী ও মানবিকতা সম্পন্ন প্রবাসীদের আন্তরিকতা, বিশ্বাস ও ভালোবাসায় ‘বৃহত্তর লাকসাম প্রবাসী আওয়ামী ফোরাম’ আত্মপ্রকাশ হয়েছে। প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের পাশাপাশি সামাজিক-স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত