অভিবাসী শ্রমিকদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে অপেশাদারি শ্রমিকদের চাহিদা মেটাতে ২০১৯ সালে যাত্রা শুরু করে 'দক্ষ'। প্রবাসী বাংলাদেশিদের কাজ সম্পাদনের জন্য কেবল বিভিন্ন দক্ষতারই প্রয়োজন হয় না, সাবলীলভাবে ইংরেজি বলাটাও জানতে হয়। এছাড়াও তাদের আলোচনার দক্ষতা, নৈমিত্তিক কথোপকথনের দক্ষতা, সরকারি ফর্ম পূরণের দক্ষতা (অভিবাসন, পাসপোর্ট) ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন।
ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ফ্রান্স, ভারত, বাহরাইন, সিঙ্গাপুর, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেনসহ ২৫টি দেশ থেকে পাঁচ শতাধিক অনাবাসিক বাংলাদেশি 'দক্ষ'র দেওয়া তিন মাসব্যাপী অনলাইন কোর্সে অংশ নিয়েছিলেন যা এ মাসে শেষ হয়।
গত ১৫ নভেম্বর কোর্স সম্পন্নকারী ৩৫০ জন অংশগ্রহণকারী সনদপত্র গ্রহণ করেছে। 'দক্ষ’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন সোনিয়া বশির কবির। তিনি প্রবাসী শ্রমিকদের পরামর্শদাতা ইকবাল বাহার জাহিদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজটি শুরু করেন।
বিডি প্রতিদিন/ফারজানা