দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। ১৮ নভেম্বর স্থানীয় সময় রাত ৯টায় দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং শহরের অদূরে মারেসানি এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে সন্ত্রাসীদের ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
নিহতরা হলেন ইমন আহমেদ ও আব্দুর রহমান। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। তার নাম রুবেল হোসেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাংলাদেশিরা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশি দু’পক্ষের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব চলে আসছিল। একে কেন্দ্র করে আগেও কয়েক দফায় হামলা ও গোলাগুলি হয়। ওই ঘটনার জেরেই কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের ভাড়া করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ