কুয়েতের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ পালন করা হয়েছে। সশস্ত্র দিবসের অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। করোনার প্রকোপের কারণে অনুষ্ঠানটি ছোট পরিসরে আয়োজন করা হয়।
দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান কুয়েতে অবস্থানরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যসহ সকল কর্মকর্তা-কর্মচারিদের মাথা উঁচু করে এবং দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করার অনুরোধ করেন।
কুয়েত স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের বিভিন্ন স্তরের সৈনিকসহ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেয়া বক্তব্যে রাষ্ট্রদূত জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বাংলাদেশীদের আত্মার মাগফেরাত প্রার্থনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার