অস্ট্রেলিয়ায় “বিডি কমিউনিটি হাব সিডনি”র পক্ষ থেকে সার্বজনীন মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত ২২ নভেম্বর (রবিবার) বিকেলে সিডনির মিন্টোস্থ ২ এরিকা লেনের নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি আবুল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক খান রতনের সঞ্চালনায় সিডনির রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। এই মতবিনিময় সভায় সংগঠনটির উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি ও পরামর্শ সাদরে গৃহীত হয়।
সভায় বক্তারা নতুন সংগঠনের রূপরেখা, আদর্শ, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন গঠনমূলক নির্দেশনা দেন। পাশাপাশি ব্যায়ামাগার, লাইব্রেরি, জাস্টিস অফ পিস সার্ভিস, বিভিন্ন ইনডোর খেলাধুলা, মহিলাদের জন্য পৃথক সভা কক্ষ, মত বিনিময় সভা ও সেমিনারসহ দেশ ও অস্ট্রেলিয়ার সব ধরনের জাতীয় দিবস উদযাপনের জন্য সিদ্ধান্তও গৃহীত হয়।
সংগঠনটির অন্যান্য সদস্য হচ্ছেন ফয়সাল আজাদ, সফিক শেখ, নীরব, সৈয়দ মিঠু, মোহাম্মদ লুতফর রহমান টিপু, শাখাওয়াত হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা