বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কানাডা অন্টারিও আওয়ামী লীগ তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। একই সঙ্গে পদ্মা সেতুর পাশাপাশি 'স্ট্যাচু অব বঙ্গবন্ধু' স্থাপত্য নির্মাণের দাবিও জানানো হয়।
অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে এক ভার্চুয়াল প্রতিবাদ সভায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দ্রুত বিচারের দাবি ও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এসময় বক্তারা বলেন, ভাস্কর্য অবমাননাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যমূলক ভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অবমাননা করছে, এদেরকে এখনই প্রতিহত করার জোর দাবি জানাই।
বক্তারা আরো বলেন, প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ, প্রবাস থেকে নেত্রীর পক্ষে আমারা শক্তিশালী ভুমিকা পালন করতে সংকল্পবদ্ধ, কাউকে ছাড় দেয়া হবেনা। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ থেকে পাকিস্তানি প্রেতাত্মাদের বিতাড়িত করতে হবে। বক্তারা পদ্মা সেতুর পাশাপাশি 'স্ট্যাচু অব বঙ্গবন্ধু' নামে একটি স্থাপত্য নির্মাণের দাবি জানান সেতু মন্ত্রী বরাবর।
প্রতিবাদ সভায় অংগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোজাম্মেল খান, কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, যুগ্ন-সম্পাদক নীরু চাকলাদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, উপদেষ্টা ড. মাহবুব রেজা, এ্যড. আফিয়া বেগম, সহ-সভাপতি গোলাম সারোয়ার, আবু হনা কোরাইশী, যুগ্ন সম্পাদক জগলুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসমত আরা জুই, দপ্তর সম্পাদক খালেদ শামীম, নির্বাহী সদস্য মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমেদ মুক্তা, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমাানসহ আরও অনেকে।
সভায় সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী। ভার্চুয়াল প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী সকলকে অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক লিটন মাসুদ ধন্যবাদ জ্ঞপন করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ