মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদ(৭৩) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, একুশে পদকপ্রাপ্ত লেখক-গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী।
এক শোক বিবৃতিতে একাত্তরের রণাঙ্গনের দিনগুলো এবং পরবর্তীতে আনোয়ার-উল আলমের সাথে নানা কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেছেন ড. নবী।
১৯৭২ সালের ২৪ জানুয়ারি টাঙ্গাইলে বঙ্গবন্ধুর কাছে কাদেরিয়া বাহিনীর অস্ত্র সমর্পণের সময়েও বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং ড. নূরন নবীর পাশেই ছিলেন এই বীর যোদ্ধা। সে ছবিটি মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবের একটি অধ্যায় রয়েছে বলে উল্লেখ করেন নিউজার্সির কাউন্সিলম্যান ড. নবী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানী ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত এবং সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট আনোয়ার উল আলম শহীদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন