বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী অপতৎপরতার নিন্দা, প্রতিবাদ এবং এমন অপশক্তির বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যের আহ্বানে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১২ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্র পেশাজীবী সমন্বয় পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারি বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দিপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। উন্নয়নের এই গতিধারা থামিয়ে দিতে বিশেষ একটি চক্র বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী নন-ইস্যুকে ইস্যু বানিয়ে মাঠে নেমেছে। একাত্তরের পরাজিত শত্রুরা লেবাস পাল্টিয়ে মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিজয়ের এ মাসে অস্থিতিকর একটি পরিবেশ তৈরী করে মতলব হাতিয়ে নেয়ার জন্যে।
হোস্ট সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আশরাফুল হকের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেক্রেটারি কৃষিবিদ আশরাফুজ্জামান। পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. কামরুল হাসান খান ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
আলোচনায় অংশগ্রহণকারি বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাাজ এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর এবং সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রেসিডেন্ট মোর্শেদা জামান, লেখক-সাংবাদিক শিতাংশু গুহ, হোস্ট সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মিজানুল হাসান, যুগ্ম সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম আকন্দ, উপদেষ্টা আওয়াল সিদ্দিকী, পেশাজীবী দেওয়ান আলামিন, আওয়ামী লীগের উপেদষ্টা ডা. মাসুদুল হাসান প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ