থাইল্যান্ডে ‘বাংলাদেশি কমিউনিটি পাতায়া’র নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১২ ডিসেম্বর এক নির্বাচনে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে আবদুল আলিম, সাধারণ সম্পাদক পদে শামসুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সোলায়মানসহ ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়।
২০০৯ সালে থাইল্যান্ডে পাতায়া সিটিতে বাংলাদেশি ব্যবসায়ীরা সংগঠনটির যাত্রা শুরু করে। থাইল্যান্ডের বাংলাদেশিদের রেজিস্ট্রিকৃত সংগঠন (রেজি নং- ১১/২৫৫২) থাই-বাংলাদেশি কমিউনিটি। সংগঠনটি প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর হোসেন।
দীর্ঘ ১২ বছর সুসংগঠিত এই সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজ, বাংলাদেশের জাতীয় দিবসগুলো পালন এবং বিভিন্ন সময়ে মানুষের সহযোগিতায় কাজ করে আসছে। প্রতি চার বছর পর নির্বাচনের মাধ্যমে এই সংগঠনের নতুন নেতৃত্ব গঠিত হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি ১ম. আনিসুর রহমান, ২য়. নুরুল ইসলাম শিশির ও ৩য়. শহিদুর রহমান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ম. আরাফাত রহমান, ২য়. সাইফুল ইসলাম পবন, ৩য়. আলাউদ্দিন ও ৪র্থ. লুতফর রহমান।
এছাড়াও অর্থ সম্পাদক তাওফীকুর রহমান, অফিস সম্পাদক ফয়সাল ইমতিয়াজ অপু, ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান লিখন, প্রচার সম্পাদক নুরুন নবী জয়, সমাজ কল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন নয়ন, সাংস্কৃতিক সম্পাদক শ্রী রণধীর কুমার বোস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পদে কোহিনুর আক্তার, কার্যনির্বাহী সদস্য ১ম আসাদুজ্জামান মুনা ও ২য় সারা ইসলাম।
বিডি-প্রতিদিন/শফিক