ব্রুনাইস্থ বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস পালন করা করেছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে দূতাবাসে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
দূতাবাস প্রাঙ্গণে ব্রুনাই দারুসসালামে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচী সূচনা করেন। বিজয় দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ঐতিহাসিক এই দিবসটির তাৎপর্য তুলে ধরে দূতাবাসের অভ্যর্থনা কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও তরজমা, মুক্তি সংগ্রামের দীর্ঘ পরিক্রমায় আত্মত্যাগী সকল শহীদসহ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
এরপর দূতালয় কর্মকর্তাগণ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন। এরপর মুক্ত আলোচনা পর্বে মান্যবর হাইকমিশনার জনাব নাহিদা রহমান সুমনা গভীর শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কথা স্মরণ করেন এবং দিবসটির তাৎপর্য্য ব্যাখ্যা করে প্রবাসী বাংলাদেশিদের একসাথে কাজ করে প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ এবং ব-দ্বীপ পরিকল্পনা সাফল্যমন্ডিত করার জন্য অনুরোধ করেন।
বিকালে দূতাবাস প্রাঙ্গনে দিবসটি বিশেষভাবে উদযাপনের জন্য বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমন্ডলকে তুলে ধরে একটি বিশেষ 'সাংস্কৃতিক সন্ধ্যা' অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রুনাই এ বসবাসকারী প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে বিজয় দিবসের বিশেষ কবিতা আবৃত্তি, নাটিকা, গান এবং নৃত্য প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীন জনজীবনের উপর গান ও নৃত্য পরিবেশন করে দূতাবাস প্রাঙ্গনে এক মনোমুগ্ধকর আবহের সৃষ্টি হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রুনাইস্থ ভারতীয় মান্যবর হাইকমিশনার শ্রী অজনীশ কুমার। তিনি তার বক্তব্যে ব্রুনাই এ বসবাসরত সকল বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং তিনি তার বক্তব্যে বিজয় দিবসের অপরিসীম গুরুত্বের কথা স্মরণ করেন।
হাইকমিশনার নাহিদা রহমান সুমনা বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও সুদৃঢ় নেতৃত্ব বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে চূড়ান্ত বিজয় অর্জনে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশ এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের 'সোনার বাংলা' তথা উন্নত ও সমৃদ্ধশালী দেশের পথে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ হাইকমিশন আয়োজিত মহান বিজয় দিবসের দিনব্যাপী আয়োজিত বিশেষ অনুষ্ঠানসমূহে টার্কী ও কম্বোডিয়ার মান্যবর রাষ্ট্রদূতসহ অন্যান্য কূটনীতিক, ব্রুনাই এর স্থানীয় খ্যাতনামা পেশাজীবী, ব্যবসায়ীসহ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন শ্রেণী-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ প্রায় তিনশত আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। সান্ধ্যভোজে দূতাবাসের আয়োজনে মুখরোচক বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে হাইকমিশনার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ হতে অংশগ্রহণকারী সকল প্রবাসী বাংলাদেশী ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ