চীনের কুনমিংয়ে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে। নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার মহান বিজয় দিবস পালন করা হয়।
বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা এবং কুনমিংয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও ছাত্র-ছাত্রীরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত, মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কনসাল জেনারেল আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্যের শুরুতে বাংলাদেশের ইতিহাসে এই দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য বিজয় দিবসে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জলকরণে অবদান রাখার জন্য সকল প্রবাসী বাংলাদেশি ও ছাত্র ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে নাচ, গান, কবিতা আবৃত্তি, মুখাভিনয় ও নাটিকা পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/এমআই