যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। দূতাবাসের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ পতাকা উত্তোলন অনুষ্ঠানে ছিলেন।
এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম সচিব এবং চ্যান্সারি প্রধান মো. মাহমুদুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার