নিয়মিত মালয়েশিয়ায় না থাকা, নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টিসহ বেশ কিছু অভিযোগে আহ্বায়ক এম রেজাউল করিম রেজার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দলটি'র যুগ্ম-আহ্বায়ক শাহীন সর্দার।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশীদের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়ায় আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতিতে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিলো। তবে অপ্রত্যাশিতভাবে তিন মাসের এ কমিটি দীর্ঘ সাড়ে পাঁচ বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। উপরন্ত আহ্বায়ক এম রেজাউল করিম রেজা নিজের পদকে অপব্যবহার করে নানা সময়ে ফায়দা লুটেছেন যা দলের ভেতরে বিভাজনের সৃষ্টি করেছে। এছাড়া এম রেজাউল করিম মালয়েশিয়ায় নিয়মিত থাকেন না। তার মালয়েশিয়ায় থাকার স্থায়ী কোন ভিসাও নেই। স্বপরিবারে ঢাকায় থাকা রেজাউল করিম ভ্রমন ভিসায় বাংলাদেশ থেকে যাতায়াত করেন। স্থায়ীভাবে যারা মালয়েশিয়ায় থাকেন এমন কারো দ্বারা দল পরিচালিত হলে এখানকার প্রবাসীরা উপকৃত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে সকল অভিযোগ অস্বীকার করে, এ সংবাদ সম্মেলন দলের গঠনতন্ত্র পরিপন্থী বলে মন্তব্য করেছেন আহ্বায়ক এম রেজাউল করিম রেজা। এক স্বাক্ষাতাকারে তিনি বলেন, মালয়েশিয়ায় বসে কে কাকে বাদ দিলো, কে কাকে নিলো তাতে কিছু আসে যায় না, দলীয় সভানেত্রী যাকে দায়িত্ব দেবন তিনি-ই দায়িত্ব পালন করবেন।
বিডি প্রতিদিন/হিমেল