বন্দর নগরী চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মহিউদ্দিন চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন, কাতার।
কাতারের রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছা।
সৈয়দ আরিফের পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ হাসান মাবুদ, শফিকুল ইসলাম তালুকদার বাবু, মহসিন খান, ওসমান গনি চৌধুরী, শফিকুল ইসলাম প্রধান, মাইনুদ্দিন চৌধুরী, কামরুল হাসান ও মোহাম্মদ জিহানসহ অনেকেই। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ