অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন কানাডার অন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস। রড ফিলিপ্স গত ১৩ ডিসেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিলাসবহুল ভ্রমণে যান। এরপরই তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়ার জন্য জনগণ জোর দাবি তোলেন। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দেশে ফিরে আসার পর তাকে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দেশে ফিরে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে ফিলিপস তার সফরের জন্য ক্ষমা চান। এবং এটিকে গুরুত্বপূর্ণ ভুল হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আমি এমন সময় ভ্রমণে গেছি, যখন সেটা করা উচিত ছিল না। এ নিয়ে আমি কোনও অজুহাত দেখাব না।
উল্লেখ্য, কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে সম্প্রতি রেকর্ড করোনাভাইরাস সংক্রমণের কারণে অপ্রয়োজনীয় সবরকম ভ্রমণই নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যেই গত ১৩ ডিসেম্বরে ফরাসিভাষী ক্যারিবীয় দ্বীপদেশ সেন্ট বার্টসে ব্যক্তিগত ভ্রমণে যান রড ফিলিপস।
এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে অর্থমন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। আর নতুন অর্থমন্ত্রী হিসেবে ট্রেজারি বোর্ডের সভাপতি পিটার বেথলেনফালভি’র নাম ঘোষণা করেন ফোর্ড। তার পদত্যাগের পর এক বিবৃতিতে ফোর্ড বলেন, ফিলিপসের পদত্যাগ দেখিয়ে দিয়েছে তার সরকার উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।
তিনি বলেন, যেখানে অন্টারিওর জনগণকে বাসায় থাকার জন্য অনুরোধ করা হয়েছে, সেখানে তারই মন্ত্রিসভার কোনো সদস্য নির্দেশ অমান্য করে দেশের বাইরে, এটা খুবই হতাশাজনক। ফোর্ড আরও বলেন, ‘আমার অনুমতি ছাড়াই তিনি দেশের বাইরে যান এবং দেশ ছাড়ার পরে তিনি অনুমতি নেন।’
অন্যদিকে, করোনার সংক্রমণে ঠেকাতে অন্টারিও প্রদেশে পুনরায় গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে লকডাউন। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে শুধু গ্রোসারি ও খাবার দোকান (ডেলিভারি) ছাড়া সবই বন্ধ থাকবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ৬৯৭ জন, মৃত্যুবরণ করেছেন ১৫ হাজার ৬০৬ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৮ শত ১৯ জন।
উল্লেখ্য কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা, এবং কুইবেকে নাটকীয় ভাবে করনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপকহারে চাপ পড়ছে।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ