ব্রিটেন সময় সকাল ৮টায় অক্সফোর্ডের চার্চিল হাসপাতালে অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ দেয়ার মধ্যে দিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের আরো একটি ধাপে এগিয়ে গেলো ব্রিটেনসহ বিশ্ব। ৮২ বছর বয়স্ক ব্রায়ান পিংকার প্রথম এই টিকা গ্রহণ করলেন। তিনি একজন কিডনী ডায়ালাইসিস রোগী।
টিকা নেয়ার পর ব্রায়ান বলেছেন, আমি গর্বিত মানব কল্যাণের জন্য বানানো এই টিকার প্রথম ডোজ পেয়েছি। এখন আমি আমার ৪৮তম বিবাহ বার্ষিকী উযযাপনের আশা করতে পারি।
আজ ৪ জানুয়ারি সোমবার ব্রিটেনসহ বিশ্ব ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্মরণীয় দিন হিসাবে গন্য হবে। অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ দেয়ার মধ্যে দিয়ে ব্রিটিশ ইতিহাসের গৌরবের পতাকা আবারো উদিত হলো বিশ্বমঞ্চে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন - ভাইরাসের বিরুদ্ধে যুক্তরাজ্যের যে যুদ্ধ তাতে একটি গুরুত্বপূর্ণ মূহূর্তের সূচনা হলো আজ। কাণে এই টিকা মানুষকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে এবং সেই সাথে এটি সঠিকভাবে কাজ করলে আমরা চলমান বিধি নিষেধ থেকে বেরিয়ে আসতে পারবো।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল হেলথ সার্ভিস হাসপাতালের শীর্ষ নার্সিং কর্মকর্তা স্যাম ফষ্টার বলেন, এটা গৌরবের বিষয় যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজটি সফল ভাবে দেয়া হয়েছে ঠিক যেখানে টিকা প্রস্তুত হয়েছে সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে।
আজকে টিকা দেয়ার আগে যে তথ্য এসেছে তাতে বলা হচ্ছে যে, ৫ লাখ ৩০ হাজার টিকা ব্রিটেনের ৬টি এনএইচএস ট্রাস্ট হাসপাতালে রবিবারের আগেই পৌছে দেয়া হয়েছে। এই ছয়টি হাসপাতাল অবস্থিত অক্সফোর্ড, লন্ডন, সাসেক্স, ল্যাঙ্কাশায়ার এবং ওয়ারউইকশায়ার।
এছাড়া সপ্তাহের শেষের আগেই অন্তত কয়েক শতাধিক জিপি এবং কেয়ার হোমে অন্তত আরো ১৫ লাখ টিকা পৌছে দেয়ার কাজ চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকারের ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড সোশিয়াল কেয়ার বা স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিভাগ।
এদিকে ব্রিটিশ সরকার আগেই জানিয়েছিলো যে ১০০ মিলিয়ন টিকার অগ্রিম অর্ডার দেয়া হয়েছে অক্সফোর্ড এন্ড অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে।
অন্য ফাইজার বা মডার্নার ভ্যাকসিনের চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বের আগ্রহের কারণ এই ভ্যাকসিন গর্ভবতী মা এবং দুধ পান করান এমন মা দিতে পারবেন, এছাড়া এই ভ্যাকসিনের দাম অন্য অনেক ভ্যাকসিনের চেয়ে অনেক কম, যা আড়াই পাউন্ডের মতো পড়বে প্রতি ডোজ। অক্সফোর্ডের ভ্যাকসিন সাধারণ মানের ফ্রিজে রাখা যায় ৬ মাস পর্যন্ত এজন্য সারা পৃথিবী ব্যাপী এটি বিতরণ সহজ। এই ভ্যাকসিন অলাভজনক ভিত্তিতে তৈরি এবং জাতিসংঘের ভ্যাকসিন জোট কোভ্যাক্সিনের সাথে চুক্তিবদ্ধ, তাই গরীবদেশগুলো এই ভ্যাকসিন খুব অল্প মূল্যে বা বিনামূল্যে পাবে।
এদিকে ভ্যাকসিন দেয়ার দিনে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক অনুরোধ করেছেন, ভ্যাকসিন কার্যক্রম চললেও মানুষের সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে।
এদিকে টানা ৬দিনের মতো ব্রিটেনে করোনা রোগীর আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে রবিবার। রবিবার পর্যন্ত ব্রিটেনে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন এবং মারা গেছেন ৭৫ হাজার ২৪ জন।
ব্রিটেনে পাওয়া করোনার নতুন ধরণটি পৃথিবীর ৩০ টি দেশে পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যমে এসেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন