দীর্ঘদিন কয়েক ভাগে বিভক্ত ছিল কুয়েত বিএনপি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েতেও গ্রুপিং কোন্দল ভেঙে ঐক্যের প্লাটফর্ম তৈরি হয়েছে। কাউন্সিলরদের ভোটে কুয়েত বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মাহফুজ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আবুল হাসেম এনাম। এছাড়া সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজ উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার আবদালীর একটি অডিটরিয়ামে অনুষ্ঠিত এই কাউন্সিলে কুয়েত আহবায়ক কমিটির ৪৭ জন সদস্য ও ৬ প্রদেশের মোট ৩৬ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে তাঁদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেন।
বিডি প্রতিদিন/হিমেল