যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকরা আগামী ১৭ জানুয়ারি‘ক্যাপিটল হিলে সশস্ত্র অভিযান’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে।
‘আলিথা গ্রপ’ (গ্রিক শব্দ আলিথা’র অর্থ হচ্ছে ‘ট্রুথ’) এই কর্মসূচি শুধু ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলেই সীমিত নয়, সারা আমেরিকার বড় বড় সিটি ও প্রতিটি স্টেটের রাজধানীতেও হবে বলে প্রচার চালানো হচ্ছে।
ট্রাম্পের টুইট, ফেসবুক, ইন্সটাগ্রাম সবকিছু বন্ধ হওয়ায় বিকল্পভাবে চলছে প্রচারণা। ২০ জানুয়ারি বাইডেন-কমলার শপথের দিনও তারা ডিসিতে ‘মিলিয়ন মিলিশিয়া মার্চ’ ব্যানারে ব্যাপক সমাবেশ ও হাঙ্গামার প্রস্তুতির অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে শীর্ষস্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে।
অবশ্য, গত ৬ জানুয়ারি বুধবারের মতো ডিসি প্রশাসন অপ্রস্তুত থাকবে বলে কেউই মনে করছে না। ইতিমধ্যেই ২১ জানুয়ারি পর্যন্ত ডিসিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ১২ হাজারের অধিক ন্যাশনাল গার্ড, আর্মড পুলিশ, সিটি পুলিশ মোতায়েনের পরিকল্পনার পাশাপাশি শপথ গ্রহণের আশপাশের সকল পথে ব্যারিকেড স্থাপন করা হচ্ছে। ব্যবসা-প্রতিষ্ঠানের নিরাপত্তামূলক ব্যবস্থাও নেয়া হচ্ছে। করোনার পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের জন্যে নিষিদ্ধ এই শপথ অনুষ্ঠানে শুধু আমন্ত্রিত অতিথিরা থাকবেন। থাকবেন বাইডেন মন্ত্রিসভার সদস্য এবং ডেমক্র্যাটিক পার্টির শীর্ষ নেতারা। কংগ্রেসের সদস্যরাও যথারীতি উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। জো বাইডেনের জয় সত্যয়ন করতে ওই অধিবেশন আহ্বান করা হয়েছিল।
বিডি প্রতিদিন/ফারজানা