সিঙ্গাপুরে এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীকে নির্যাতনের মামলায় দেশটির সাবেক অভিনেতা-পরিচালক নগ আইক লিওঙ্গ ওরফে হুয়াং ইলিয়াং দোষী সাব্যস্ত হয়েছেন।
২০১৮ সালের ১১ ডিসেম্বর ওই কর্মীকে নির্যাতন করা হয়। এ ঘটনার বিচার শেষে গত শুক্রবার জেলা জজ জন এনজি তাকে নির্যাতনের একটি ঘটনায় ৫৯ বছর বয়সী ওই অভিনেতাকে দোষী হিসেবে সাব্যস্ত করে রায় দেন।
দেশটির অনলাইন নিউজ পোর্টাল স্ট্রেইটস টাইমস জানিয়েছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি সাবেক এই অভিনেতার সাজার বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত। এই মামলায় দোষীদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা ও বেত্রাঘাতের বিধান আছে। তবে নগ পঞ্চাশোর্ধ্ব হওয়ায় তাকে বেত্রাঘাত করা যাবে না।
২০১৮ সালে একটি ধাতব পদার্থ দিয়ে বাংলাদেশি জাহিদুলের পেটে ও মাথায় আঘাত করেছিলেন নগ আইক লিওঙ্গ। তাতে তিনি কোনোমতে বেঁচে গেলেও কোমর ও মাথার খুলিতে আঘাত পান। জাহিদুলের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
জাহিদুল শুনানিতে আদালতকে জানান, ঘটনার দিন নগ আইক জাহিদুলের কাছে একটি রশি চান। জাহিদুল তাকে একটি রশি এনে দেন। কিন্তু সেটি চাহিদামাফিক না হওয়ায় শুরু হয় তার ওপর নির্যাতন। আদালতে নগ আইক লিওঙ্গ বলেন, জাহিদুল তাকে ‘বাবা’ হিসেবে মেনে শাসন ও মারধরের অধিকার দিয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ