চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা করেছে কাতারস্থ বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী।
শনিবার রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ইসমাইল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি মো. আবু ছায়েদ এবং প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু
মহিউদ্দিন কাজলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন মোল্লা,
সংগঠনের উপদেষ্টা জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাসের ও সাংগঠনিক সম্পাদক মো. আলী।
বক্তব্য রাখেন কাতার বিএনপির যুগ্মসম্পাদক গোলাম সরোয়ার মিশু, বাবুল গাজী, সহ-সাধারণ আইনুল করিম বাবু ,সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান বাবু খান, সমর্থক গোষ্ঠীর সহ-সভাপতি নাজিম উদ্দীন, জাকারিয়া চৌধুরী, ফজল কবির যুগ্মসম্পাদক মোহাম্মদ তৈয়ব, যুবদলের নেতা আমিনুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দলের নেতা আহমদ নবী নোমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক