কানাডার আরও একটি টিকার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। কানাডায় উদ্ভাবিত এবং উৎপাদিত করোনার প্রথম টিকা গতকাল পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে। টরন্টোয় ৬০ জন স্বেচ্ছাসেবকের দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে।
টরন্টো ভিত্তিক প্রভিডেন্স থেরাপিউটিকস বলেছে, তাদের এই টিকা অবিকল মডার্নার টিকার মতো, এমআরএনএ টিকা। এটি হচ্ছে এই টিকার প্রথম ধাপের পরীক্ষা।
এর আগে কুইবেক ভিত্তিক মেডিকাগোর টিকাটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে আছে।
কার্যকর হলে প্রভিডেন্স তাদের টিকাটি ক্যালগেরিতে উৎপাদন করবে। তবে মেডিকাগোর টিকাটি উৎপাদিত হবে কানাডার বাইরে নর্থ ক্যারোলিনায়।
কানাডা বর্তমানে ফাইজার এবং মডার্নার টিকা নাগরিকদের প্রয়োগ শুরু করেছে। মোট সাতটি কোম্পানির সাথে ইতিমধ্যে দেশটির টিকা কেনার আগাম চুক্তি আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার