দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে সন্ত্রাসীরা জাহাঙ্গীর আলম (৩৫) নামে বংলাদেশি এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। এসময় নিহতের ছোট ভাই মনির হোসেন (৩০) গুলিবিদ্ধ হয়েছে।
বুুধবার রাতে নিউর্যানন্ডস এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে নিহত জাহাঙ্গীর আলম নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের সওদাগর বাড়ির দুলু মিয়ার ছেলে।
জানাযায়, সন্ত্রাসীরা ডাকাতির উদ্দেশ্য নিয়ে দোকানে এসে হামলা চালায়। এসময় জাহাঙ্গীর দোকান থেকে বের হতে চাইলে সন্ত্রাসীরা তাকে গুলি করলে সে দোকানের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তার ছোট ভাই মনির হোসেন গুলিব্ধি হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন