বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রান্স বিএনপির আয়োজনে ইউরোপসহ বহির্বিশ্ব জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ তাহেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সভায় বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু, ফ্রান্স বিএনপির সহ-সভাপতি এইচ এস রহিম, মমতাজ আলো, মাহবুবুল আলম রাঙ্গা, এম এ রশিদ পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, ইকবাল হাওলাদার রিপন, করিম মাস্টার, মিল্টন সরকার, কাজী তুহিন, আবু জাফর, আকবর হোসেন দিপু, বিএনপি মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবি।
সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরাফাত হোসেন বাবু,বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপি নেতা আব্দুর রহমান, ফিনল্যান্ড সভাপতি কামরুল হাসান জনি, জার্মানি সভাপতি আকুল মিয়া, গ্রীস সভাপতি মোকলেসুর রহমান, আয়ারল্যান্ড সভাপতি হামিদুল নাসির, ইতালি সভাপতি আবদুর রাজাক, নেদারল্যান্ডস সভাপতি শরিফ উদ্দিন,নরওয়ে সভাপতি বাদল ভূঁইয়া, সুইডেন সভাপতি এমদাদ হোসেন কচি, সুইজারল্যান্ড নেতা মিজানুর রহমান মিজান, অস্ট্রিয়া সভাপতি ফজলুর রহমান বকুল, বেলজিয়াম সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, ডেনমার্ক সভাপতি গাজী মুনির আহমেদ, যুক্তরাজ্য সাবেক সহ-সভাপতি এম এ আজিজ, অস্ট্রেলিয়া সভাপতি মোসলেহ উদ্দীন হাওলাদার আরিফ, ব্রাজিল যুগ্ম-আহ্বায়ক পেয়ার হোসেন কোমল, জার্মান নেতা সেলিম খান, মোস্তাক আনমেদ, স্পেন সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল প্রমুখ।
সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত