কানাডার ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ কাদির সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিওসায়েন্টিস্ট অফ আলবার্টার (এপিইজিএ) ক্যালগেরি শাখার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
তিনিই প্রথম বাঙালি হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি গত বছরও এই সংগঠনের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। এপিইজিএ আলবার্টার প্রকৌশলী এবং জিওসাইনস প্রফেশনের একটি রেগুলারিটি সংস্থা।
প্রকৌশলী মোহাম্মদ কাদির বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের বুয়েটর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে পড়ালেখা করেছেন। বর্তমানে তিনি কানাডার ক্যালগেরিতে বৃহৎ অয়েল কোম্পানি সানকোর ইনকডট-এ ঊর্ধ্বতন প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন।
বিডি প্রতিদিন/এমআই