বেলজিয়াম বিএনপি'র যুগ্ম সম্পাদক জসিম উদ্দীন মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে বেলজিয়ামের ভারভিয়াস শহরের কবরস্থানে তাকে দাফন করা হয়। শ্রদ্ধা আর চোখের পানিতে বেলজিয়াম বিএনপির যুগ্ম সম্পাদক জসিম উদ্দীন মোল্লার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি বেলজিয়াম শাখা।
বেলজিয়াম বিএনপির পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু , যুগ্ম সম্পাদক হারুনুর রসিদ, কামাল হোসেন পাটোয়ারী শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বেলজিয়াম বিএনপির নেতারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে প্রয়াত এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ উল্লাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বেলজিয়ামের ভারভিয়াস শহর থেকে তপন রায়, মানিক মিয়া, মাহফুজ সিকদার, মুজিবুর রহমান, মো:সেলিম, মোহাম্মদ আবদুল্লাহ, দেলোয়ার হোসেন, মোহম্মদ ইমরুল, রহমান জিয়াউর, ইলিয়াস হোসেন, মোরশেদ, আশরাফ প্রমুখ।
এর আগে, গত ২৮ শে জানুয়ারী বেলজিয়ামের ভারভিয়াস হাসপাতালে মারা যান বেলজিয়াম বিএনপি'র যুগ্ম সম্পাদক জসিম উদ্দীন মোল্লা। মৃত্যুকালে তার স্ত্রী দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। বেলজিয়াম বিএনপি দল গঠনের সূচনালগ্ন থেকে জসিম উদ্দিন মোল্লা এর সাথে যুক্ত ছিলেন। জসিম উদ্দীন মোল্লার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের বিএনপির নেতরা গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ