কাতারে ফরিদগঞ্জ আওয়ামী লীগ ফোরাম জালাল আহমেদ সমর্থক গোষ্ঠীর নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার শিল্পনগরী নিউ সানাইয়া গোল্ডেন মার্বেল ফ্যাক্টরিতে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে রাসেল খান টিটুকে সভাপতি, ওমর ফারককে সাধারণ সম্পাদক ও শাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জালাল আহমেদ সিআইপি।
এ সময় বক্তব্য দেন চাঁদপুর সমিতির সভাপতি মো. মানিক হোসেন, মো. সেলিম গাজী, নজরুল ইসলাম মীর, আল আমিন খান, ইসমাইল হোসেন, শাহেদ হাসান, রাশেদ আলমসহ অনেকেই। পরে সিআইপি জালাল আহমেদকে সংবর্ধনা দেয় সংগঠনটি।
বিডি প্রতিদিন/ফারজানা