সিডনির স্থানীয় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল নির্বাচনে ভোট চাইলেন লেবার পার্টির প্রার্থী মাসুদ চৌধুরী। আজ রবিবার দুপুর সাড়ে বারোটায় মিন্টুর খাদেম ডাইন ইন এ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সাংবাদিকবৃন্দ ও স্থানীয় লেবার পার্টির সদস্যরা এতে অংশগ্রহণ করেন। নির্বাচনে মাসুদ চৌধুরী সমগ্র বাংলাদেশি ভোটারদের ব্যালট পেপারের প্রথম লাইনে তার দল লেবার এর বক্সে ১ নম্বর বসিয়ে ভোট দিতে অনুরোধ জানান।
কায়সার আহমেদের সভাপতিত্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রার্থী মাসুদ চৌধুরী বলেন, আমি গত পাঁচ বছর কাউন্সিলর থাকাকালীন সময়ে বিভিন্ন বাংলাদেশি মেলার আয়োজন, অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার, ইসলামিক এডুকেশন সেন্টার ম্যাকুরিফিল্ড ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয় প্রতিষ্ঠায় সহায়তা, চারটি শিশু পার্ক, তিনটি পুরাতন পার্কে পাবলিক টয়লেট স্থাপন, ২০১৭ সাল থেকে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে ২১ শে ফেব্রুয়ারি উদযাপন ও বাংলাদেশী পতাকা উত্তোলন, এরিকা লেনে মাল্টি কালচারাল ফেস্টিভেল, বাংলা আর্ট প্রদর্শনী, মিন্টু ফিস্ট (বিভিন্ন দেশের গান), রমজানে কাউন্সিলের অর্থায়নে ইফতারের আয়োজন, ম্যাকুরি ফিল্ড স্টেশনে অতিরিক্ত ৩৮ টি কার পার্ক, ওপেন এয়ার সিনেমায় তিনটি বাংলা চলচিত্র প্রদর্শনসহ বিভিন্ন সেবামূলক কাজের সাথে আমি এবং আমার লেবার টিম কাজ করেছি।
আবার নির্বাচিত হলে কি কি কাজ করবেন- এই প্রশ্নের জবাবে মাসুদ চৌধুরী বলেন, আপনারা যদি আমাকে এবং আমার দল লেবারকে আগামী তিন বছর কাউন্সিলে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেন তাহলে আমরা জাতীয় স্মৃতিসৌধ স্থাপন ও মুসলমানদের জন্য গোছলখানা (ফিউনারেল পার্লার), নির্মাণের আপ্রাণ চেষ্টা করবো।
বিডি প্রতিদিন/হিমেল