মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী তুন আবদুল্লাহ আহমেদ বাদাভির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তা সোশ্যাল মিডিয়ায় অস্বীকার করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইজাদ রায়া।
ইজাদ বলেন, খবরটি ভুয়া কারণ আমি তার ছেলের সঙ্গে কথা বলেছি। পাক লাহ (আবদুল্লাহ যিনি 'পাক লাহ' নামে পরিচিত) সুস্থ এবং বর্তমানে দেশে তার পরিবারের সাথে ছুটিতে আছেন। এছাড়াও ইজাদ জনসাধারণকে তার স্বাস্থ্যের অবস্থার সত্যতা যাচাই না করে সংবাদ প্রচার না করার আহ্বান জানিয়েছেন। খবর মালয় দৈনিক কসমো'র।
উল্লেখ্য, আজ সোমবার মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রীর মৃত্যু ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির